পঞ্চম ধাপে ইউপিতে ঢাকা-ময়মনসিংহ বিভাগে আওয়ামী লীগের প্রার্থী যারা
প্রকাশ : 2021-12-05 10:07:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়— সভায় ৪টি পৌরসভা এবং পঞ্চম ধাপের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
পৌরসভা: রাজশাহী বিভাগের নাটোর জেলার বাগাতি পাড়া পৌরসভায় মোছা. শাহীদা খাতুন, খুলনা বিভাগের যশোর জেলার ঝিকরগাছা পৌরসভায় মোস্তফা আনোয়ার পাশা, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার নোয়াখালী পৌরসভায় সহিদ উল্যাহ্ খান এবং চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভায় তোফাইল বিন হোসাইন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচন
ঢাকা বিভাগ: ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকী ইউপিতে শাহীন তালুকদার, কাউলজানীতে আতাউল গনি হাবিব, হাবলায় খোরশেদ, কাঞ্চনপুরে রাকিব। মির্জাপুর উপজেলার মহেড়ায় বিভাস সরকার, জামুর্কীতে ইলিয়াছ মিয়া, বানাইলে আনিছুর রহমান, আনাইতারায় জাহাঙ্গীর আলম, ভাতগ্রামে মোবারক হোসেন সিদ্দিকী, উয়ার্শীতে মাহাবুব আলম মল্লিক, বাঁশতৈলে আতিকুর রহমান, গোড়াইয়ে হুমায়ুন কবীর। ঘাটাইল উপজলার জামুরিয়ায় শহিদুল ইসলাম খান মনোনয়ন পেয়েছেন। মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চালায় কাজী আব্দুল মজিদ, আজিম নগরে বিল্লাল হোসেন, হারুকান্দিতে শেখ মোশারফ হোসেন, সুতালড়ীতে আব্দুস সালাম, ধূলশুড়ায় জায়েদ খান, গালায় রাজিবুল হাসান রাজিব, বাল্লায় বাচ্চু মিয়া, বলড়ায় মোসলেম উদ্দিন খান, কাঞ্চনপুরে গাজী বনি ইসলাম, গোপীনাথপুরে সোহরাব আলী আকন্দ, বয়ড়ায় মহিদুর রহমান, রামকৃষ্ণপুরে মো. ইদ্রিস, লেছড়াগঞ্জে মোয়াজ্জেম হোসেন।
দৌলতপুর উপজেলার চকমিরপুরে মুহাম্মদ মহিদুর রহমান, ধামশ্বরে ইদ্রিস আলী, খলশীতে আনোয়ার হোসোন, বাঘুটিয়ায় জাহাঙ্গীর আলম, জিয়নপুরে বেলায়েত হোসেন, বাচামারায় আব্দুর রশিদ, কলিয়ায় সিদ্দিকুর রহমান, চরকাটারীতে রফিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউপিতে মোহাম্মদ শফিউল্লাহ, হোসেন্দীতে মনিরুল হকু, টেংগারচরে বোরহান উদ্দিন, বালুয়াকান্দিতে নাজমুল হোসেন, ভবেরচরে মুক্তার হোসেন, ইমামপুরে হাফিজুজ্জামান খান, গুয়াগাছিয়ায় আবুল খায়ের মোহাম্মদ আলী মনোনয়ন পেয়েছেন।
ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়ায় আজাহারুল ইসলাম সুরুজ, ইয়ারপুরে সৈয়দ আহম্মদ ভূইয়া, আশুলিয়ায় শাহাব উদ্দিন, পাথালিয়ায় পারভেজ দেওয়ান, বিরুলিয়ায় সাঈদুর রহমান, সাভারে সোহেল রানা, তেতুলঝোড়ায় মোহাম্মদ ফখরুল আলম সমর, বনগাঁওয়ে সাইফুল ইসলাম, আমিন বাজারে রকিব আহম্মেদ, কাউন্দিয়ায় মেশের আলী, ভাকুর্তায় লিয়াকত হোসেন মনোনয়ন পেয়েছেন। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনায় জাহাঙ্গীর আলম, গাজীপুরে আজহার হোসেন, তেলিহাটিতে বাতেন সরকার, কাওরাইদে আজিজুল হক, বরমীতে আনোয়ার হোসেন সরকার, গোসিংগায় ছাইদুর রহমান, রাজাবাড়িতে হাসিনা মমতাজ, প্রহলাদপুরে নুরুল হক আকন্দ।
নরসিংদী জেলার শিবপুরে পুটিয়ায় খন্দকার হাসান উল সানী, বাঘাবে জহুরুল হক, যোশরে রাশেল আহম্মদ, জয়নগরে মোহাম্মদ মোক্তার হোসেন, আয়ুবপুরে মজিবুর রহমান, দুলালপুরে রোকছানা সরকার, সাধারচরে মাছিহুল গনি। বেলাব উপজেলার বেলাব ইউপিতে মোহাম্মদ আলী (শাফী), আমলাবে নূরুল হাসান, চরউজিলারে আক্তারুজ্জামান, সল্লাবাদে জাকির হোসেন, নারায়ণপুরে মোছলেহ উদ্দিন, বিন্নাবইদে গোলাম মোস্তফা, পাটুলীতে ইফরানুল হক ভূইয়া, বাজনাবে খন্দকার মোখলেছুর রহমান। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়ায় ইমান আলী সরদার, বাহাদুরপুরে হুমায়ুন কবীর, হাবাসপুরে আব্দুল আলিম, মাছপাড়ায় সাইফুল ইসলাম, কলিমহরে বিলকিছ বানু, সরিষায় আজমল আল বাহার, যশাইয়ে আবু হোসেন, মৌরাটে হাবিবুর রহমান, কসবা মাজাইলে শাহরিয়ার সুফল মাহমুদ, পাট্টায় আব্দুর রব বিশ্বাস।
ফরিদপুরে মধুখালী উপজেলার কামারখালীতে জাহিদুর রহমান বিশ্বাস, বাগাটে মতিয়ার রহমান, রায়পুরে মোতালেব হোসেন, জাহাপুরে সামছুল ইসলাম। সদরপুরে চরবিষ্ণুপুরে আবু বক্কার সিদ্দিক, আকোটেরচরে আছলাম বেপারী, নারিকেলবাড়ীয়ায় কুদ্দুস দেওয়ান, চরনাছিরপুরে মিরাজ বেপারী, ভাষানচরে মুঈদুল বাশার, কৃষ্ণপুরে আক্তারুজ্জামান তিতাস, সদরপুরে সুশীল চন্দ্র, চরমানাইরে বজলু মাতুব্বর, ঢেউখালীতে মিজানুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
ময়মনসিংহ বিভাগ: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরায় আজিজুর রহমান, চর আমখাওয়ায় নজরুল ইসলাম, হাতীভাংগায় মাহমুদা চৌধুরী, চুকাইবাড়ীতে সেলিম খান, দেওয়ানগঞ্জে ছাইদুজ্জামান খান, চিকাজানীতে আশরাফুল ইসলাম। বকশীগঞ্জ উপজেলার বগারচরে হোসেন আলী, নিলক্ষিয়ায় নজরুল ইসলাম, ধানুয়া কামালপুরে মশিউর রহমান, মেরুরচরে মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাধুরপাড়ায় মাহমুদুল আলম। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশায় জহুরুল হক, ধানশাইলে তৌফিকুর রহমান, নলকুড়ায় আকতারুজ্জামান, গৌরীপুরে হাবিবুর রহমান, ঝিনাইগাতীতে শাহাদৎ হোসেন, হাতীবান্ধায় ওবাইদুল ইসলাম, মালিঝিকান্দায় মোজাম্মেল হক এবং শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচরে দুলাল মিয়া মনোনয়ন পেয়েছেন।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুরে ছাইফুল আলম, বারবাড়িয়ায় আবুল কাশেম, চরআলগীতে মাছুদুজ্জামান, সালটিয়ায় নাজমুল হক, যশরায় তারিকুল ইসলাম, রাওনায় শাহাবুল আলম, মশাখালীতে মোস্তফা কামাল, গফরগাঁওয়ে শামসুল আলম, পাঁচবাগে মাহবুবুল আলম, উস্থিতে নজরুল ইসলাম, লংগাইরে আবদুল্লাহ আল আমিন, পাইথলে আক্তারুজ্জামান, দত্তের বাজারে রোকসানা বেগম, নিগুয়ারীতে তাজুল ইসলাম, টাংগাবে মোফাজ্জল হোসেন। নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুরে তাছলিমা আক্তার, নান্দাইলে আনোয়ারুল হক, চন্ডীপাশায় এমদাদুল হক, গাংগাইলে সৈয়দ আশরাফুজ জামান, রাজগাতিতে শাহাদাত হোসেন, মুশুল্লীতে ইফতিকার উদ্দিন, সিংরইলে ছাইদুল ইসলাম, আচারগাঁওয়ে মোফাজ্জল হোসেন, শেরপুরে মোয়াজ্জেম হোসেন মিল্টন, খারুয়ায় মোহাম্মদ কামরুল হাসনাত, জাহাঙ্গীরপুরে কামাল উদ্দিন মনোনয়ন পেয়েছেন।
নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইলে সাফায়াত উল্লাহ, চাঁনগাঁওয়ে মজিবুর রহমান, মদনে খায়রুল ইসলাম, গোবিন্দশ্রীতে নূরুল ইসলাম, মাঘানে শামছুল আলম চৌধুরী, তিয়শ্রীতে মজিবুর রহমান, নায়েকপুরে মোসলেম উদ্দিন ভূইয়া, ফতেপুরে জহিরুল ইসলাম চৌধুরী। কেন্দুয়া উপজেলার আশুজিয়ায় মঞ্জুর আলী, দলপায় শাহীন মিয়া, গড়াডোবায় মোহাম্মদ কামরুজ্জামান খান, গন্ডায় সনজু মিয়া, সান্দিকোণায় আজিজুল ইসলাম, মাসকায় আব্দুছ ছালাম বাঙ্গালী, বলাইশিমুলে আব্দুর রহিম আহম্মদ, নওপাড়ায় তাজুল ইসলাম, কান্দিউড়ায় তাপস ব্যানার্জী, চিরাংয়ে এনামুল কবীর খান, রোয়াইলবাড়ী আমতলায় শেখ নাজমুল হক, পাইকুড়ায় ইসলাম উদ্দিন ও মোজাফরপুরে মুহাম্মদ জাকির আলম ভূঁঞা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
সভায় মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও রমেশ চন্দ্র সেন, উপদেষ্টা পরিষদের সদস্য রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।