পঞ্চগড়-১ আসনে দুই স্বতন্ত্রসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২-আসনে পাঁচ প্রার্থীই বৈধ ঘোষণা
প্রকাশ : 2023-12-03 16:41:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়- ১ আসনে আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থীসহ চার জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। একই সাথে পঞ্চগড়-২ আসনে পাঁচ প্রার্থীই বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম এই ঘোষণা দেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়বুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য আকতারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির মিল্টন ও মুক্তিজোটের আব্দুল মজিদ।এর আগে পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ ১৫ জন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচ জনসহ ২০ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
সান