পঞ্চগড় পুলিশের সফল অভিযান- ফ্রিজিয়ান গরু উদ্ধার

প্রকাশ : 2024-02-07 13:51:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড় পুলিশের সফল অভিযান- ফ্রিজিয়ান গরু উদ্ধার

পঞ্চগড় সদর থানা পুলিশ চুরি যাওয়া ফ্রিজিয়ান গরু অবশেষে উদ্ধার করেছে পুলিশ ও অপরাধীকেও গ্রেফতার করা হয়েছে। 

পঞ্চগড় থানা ও মামলার সূত্রে জানা যায়, ৩১ জানুয়ারী রাত অনুমান সাড়ে ১২ টার দিকে পঞ্চগড় পৌরসভাধীন জনৈক ব্যক্তির কামাতপাড়াস্থ গোয়াল ঘর থেকে উক্ত ফ্রিজিয়ান গরুটি চুরি হয়। ওই দিন দিবাগত রাত অনুমান সাড়ে চারটার দিকে গরুর মালিক ঘুম থেকে ওঠে দেখে তার গোয়াল ঘরের দরজা খোলা। ওই গরুটির মূল্য প্রায় দেড় লাখ টাকা। এরপর গরুটি উদ্ধারে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রুহুল আমিন ওরফে ছোট মনাকে ৬ ফেব্রয়ারি পৌনে একটার দিকে গ্রেফতার করে। 

পুলিশ জানায় এ সময় সে গরু চুরি কথা স্বীকার করেন অপরাধী। পুলিশের একটি দল পানিমাছপুকুরী এলাকায় সেলিম এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে গরুটি উদ্ধার করে। এছাড়া পলাতক রয়েছেন মোঃ রমজান আলী ওরফে সিদ্দিক রমজান (৩৮) পিতা-মোঃ সলেমান আলী,সাং-তুলার ডাঙ্গা,বেদুল ইসলাম বাবলা(৪০) পিতা- মৃত তছির উদ্দিন, আলামিন ইসলাম (২৫) পিতা-আইবুল হক,উভয় সাং- শেখের হাট কায়েত পাড়া, মোশারফ হোসেন ছুটু (৫০) পিতা- মৃত আজিজার রহমান,সাং-খোলাপাড়া। এরা সকলেই পঞ্চগড় জেলা সদরের বাসিন্দা।

বিষয়টি পঞ্চগড় থানার ওসি প্রদীপ কুমার রায় নিশ্চিত করেন। তিনি জানান তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

সান