পঞ্চগড় জেলা বাস মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
প্রকাশ : 2025-11-01 18:28:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড় জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজ-১৬৬০) এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বদরুল আলম বদি ও সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম জুয়েল নির্বাচিত হয়েছেন। শুক্রবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল ইসলাম। নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীরা হলেন সিনিয়র সহ সভাপতি আফতাবুল আলম আফতাব, সহ সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, সহ সাধারণ সম্পাদক জীবন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক রাজু ইসলাম, সড়ক সম্পাদক রোকনুজ্জামান রোকন, সহ সড়ক সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক আব্দুস সালাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. সাজু এবং কার্যনির্বাহী সদস্য লুবাত জান্নাত লেলিন ও জনি।