পঞ্চগড় জেলা প্রশাসককে স্মারকলিপি দিলেন ব্যারিস্টার নওশাদ জমির

প্রকাশ : 2025-10-16 18:21:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড় জেলা প্রশাসককে স্মারকলিপি দিলেন ব্যারিস্টার নওশাদ জমির

পঞ্চগড়ে বায়ুদূষণ রোধে কার্যকর ভূমিকা সহ কার্যকর  পদক্ষেপ গ্রহণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে তাঁর ছোট ভাই ব্যারিস্টার মুহম্মদ নওফল জমির এ স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, বায়ুদূষণ এখন একটি বৈশ্বিক সমস্যা হলেও বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। পঞ্চগড়েও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে যত্রতত্র বালু-পাথর স্তুপ করে রাখা, অনিয়ন্ত্রিত পরিবহন ও পরিবহনের সময় সড়কে পড়ে যাওয়া ধুলাবালি বায়ুদূষণের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নওশাদ জমিরের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, স্থানীয় অর্থনীতির জন্য বালু-পাথর ব্যবসা গুরুত্বপূর্ণ হলেও এর সঙ্গে যুক্ত শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি অত্যন্ত বেশি। অধিকাংশ শ্রমিক সচেতনতার অভাব ও সুরক্ষা সামগ্রীর অভাবে নানা রোগ সহ শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন।