পঞ্চগড় চিনিকলের পাইপ চুরি করতে গিয়ে দুইজন আটক, মামলা দায়ের

প্রকাশ : 2024-09-10 19:07:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড় চিনিকলের পাইপ চুরি করতে গিয়ে দুইজন আটক, মামলা দায়ের

পঞ্চগড় চিনিকলের প্রায় ৬ বান্ডিল পিতলের পাইপ চুরি করতে গিয়ে আটক হয়েছেন দুই যুবক ।এসব পাইপগুলোর ওজন প্রায় ১৫০ কেজি । আটককৃত ওই দুই যুবককে স্থানীয়রা সেনাবাহিনীর হাতে তুলে দিলে পরে তারা পুলিশের নিকট সোর্পদ করে। 

আটককৃতরা হলেন; পঞ্চগড় সদর উপজেলার পূর্ব শিকার পুর এলাকার তছলিম উদ্দীনের ছেলে তারিকুল ও পশ্চিম শিকার পুর এলাকার সৈয়দ আলীর ছেলে আজাদ আলী। এর মধ্যে আজাদ আলী ইজিবাইক চালক বলে জানা গেছে। মিলটি লোকসানের অজহাতে দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। ঘটনাটি ঘটে সোমবার রাতে পঞ্চগড় চিনিকলের দক্ষিণ সীমানা প্রাচীর টপকিয়ে পালানোর সময় পাইপ সহ তাদের আটক করে স্থানীয়রা। স্থানীয় লোকজন জানায়, তারা চুরি করে পালানোর সময় তাদের আটক করা হয়েছে।স্থানীয়রা বলেন ভিতরের কারো সহায়তা ছাড়া এই চুরি সম্ভব না। উদ্ধার হওয়া ১৫০ কেজি ওজনের পিতলের পাইপ গুলোর বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা হবে।স্থানীয় ব্যক্তি বুলেট ইসলাম জানান মিলের পাশেই আমার বাড়ি। আমি রাতে বাড়ি থেকে বের হয়ে একটি অটোতে মিলের কিছু মালামাল দেখে তাদের আটক করি। পরে দ্রত গেটে নিয়ে এসে কর্তৃপক্ষকে অবগত করলে তাকে আটক করে রাখা হয়। 

পঞ্চগড় চিনিকলের জুনিয়র অফিসার (ভান্ডার ও প্রশাসনের সকল দায়িত্বে) সন্তোষ কুমার দাস বলেন, আমাদের সিকিউরিটি গার্ড ওই দুই চোরকে মালামালসহ আটক করে। পরে পুলিশ ও সেনাবাহিনী আসলে চোর দুজনকে তাদের হাতে তুলে দেয়া হয়।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)প্রদীপ কুমার রায় জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের কোর্ট সোর্পদ করা হয়েছে।