পঞ্চগড়ে ৮ দিন ব্যাপি বই মেলার উদ্বোধন

প্রকাশ : 2025-02-21 19:06:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে ৮ দিন ব্যাপি বই মেলার উদ্বোধন

মহান শহীদ দিবস  ও মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রয়ারী) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বই মেলার উদ্বোধন করা হয়েছে।পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে ৮ দিন ব্যাপি এই মেলায় ৩০ টি  বইয়ের ষ্টল সহ থাকছে কবিতা আবৃত্তি , সাংষ্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কণ প্রতিযোগিত ।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলি  শ সপুার এস এম শফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. ফরহাস হোসেন আজাদ , অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমাম রাজী টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন , পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট আদমসুফি প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বই ও সাংষ্কৃতিকের সাথে পরিচিত থাকবে। তাছাড়া জুলাই-আগষ্ স্মৃতি বিজরিত বইও  স্টল রাখা হয়েছে। নতুন বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই বই মেলায় সম্পৃক্ত থাকবে। তিনি বলেন   সৃজনশীল  মানুষ গঠনে বইয়ের বিকল্প নেই। তিনি বলেন বিশ্বের নানা প্রান্তের লেখকদের বইও এই মেলায় মেলায় শো করা হবে।পরে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।