পঞ্চগড়ে ২৭ পিস মাদক সহ আটক- ৩  

প্রকাশ : 2024-02-17 18:46:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে ২৭ পিস মাদক সহ আটক- ৩   

পঞ্চগড়ের  বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানি ১১ টার দিকে বোদা উপজেলার মোঃ আবাদুল লতিফ এর পান সুপারির দোকানের পিছনে পুরাতন দুই তলা বিশিষ্ট কাঠের পরিত্যক্ত ঘরের পশ্চিম পার্শ্বে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি মোঃ শাহেরুল ইসলাম (৪০), পিতা-মোঃ আতাবুর রহমান, সাং-নাজিরপাড়া,  মোঃ সাজ্জাদ হোসেন (৩০), পিতা-মোঃ আব্দুল গফুর, সাং-থানাপাড়া, মোঃ মমিনুল ইসলাম (২৯), পিতা-একরামুল হক, সাং-পশ্চিম ভাসাইনগর, সকলের থানা-বোদা,  জেলা-পঞ্চগড়গ্কে ২৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট  সহ হাতে নাতে আটক করা হয়।
 
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন ' তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং তাদের তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।