পঞ্চগড়ে সড়ক পার হতে গিয়ে মোটর সাইকলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশ : 2024-09-24 19:45:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাজিরন বেগম (৮০) নামে একবৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক লিটন ইসলাম ও তার সহধর্মিণী ইতি বেগম ও আহত হন। মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ পৌর এলাকার দেবীগঞ্জ- ডোমার জেলা মহাসড়কে দূর্ঘটনাটি ঘটে। নিহত সাজিরনেরবাড়ি দেবীগঞ্জ পৌরসভার পাটোয়ারী পাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাজিরন বেগম হেঁটে কলেজপাড়া থেকেপাটোয়ারী পাড়ায় যাচ্ছিলেন। এ সময় ডোমার থেকে দেবীগঞ্জের লক্ষিরহাটে মোটরসাইকল নিয়ে যাচ্ছিলেন লিটন ইসলাম। এক পর্যায়ে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়েন ওই বৃদ্ধা। গুরুতর আহত অবস্থায় তাকে দেবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিটন ও ইতি বেগম একই হাসপাতালে চিকিৎসাধীন। নিহত সাজিরন বেগমের নাতি হাসিবুল ইসলাম বলেন, আমার দাদী দীর্ঘদিন ধরে চোখে কম দেখেন এবং কানে ও কম শুনেন। বাসা থেকে বের হয়ে রাস্তা পারহতে গিয়ে তিনি সড়ক দূর্ঘটনার শিকার হয়েছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন,সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রμিয়া চলছে। নিহতেরপরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থানেওয়া হবে।