পঞ্চগড়ে স্বতন্ত্র  প্রার্থী এমপি মজাহারুল হক প্রধানসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রকাশ : 2023-12-18 10:17:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে স্বতন্ত্র  প্রার্থী এমপি মজাহারুল হক প্রধানসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

পঞ্চগড়ের দুইটি সংসদীয় আসনে মনোনয়ন বৈধ হয়েছিল ১৭ জনের। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্যসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন। পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, আটোয়ারী ও সদর উপজেলা) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. মজাহারুল হক প্রধান মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া জাকের পার্টির দুই প্রার্থী আনিছুর রহমান ও সুমন রানা এবং জাসদের ফারুক আহাম্মদ তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। এখানে সর্বশেষ আওয়ামীলীগ মনোনীত একজন, স্বতন্ত্র একজন, জাতীয় পার্টির দুইজনসহ মোট আট জন প্রার্থী রয়েছেন।

অন্যদিকে পঞ্চগড়-২  (বোদা ও দেবীগঞ্জ উপজেলা) আসনে শুধু জাকের পার্টির প্রার্থী মো. শাহ আলম মনোনয়ন প্রত্যাহার করেছেন। এই আসনে বৈধ প্রাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী মনোনীত একক প্রার্থী হিসেবে রেলমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সুজন মনোনয়নপত্র জমা দেন। এখানে কোন স্বতন্ত্র প্রার্থীও নেই। তবে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ তৃণমূল বিএনপির মনোনয়নের নির্বাচনের অংশ নিচ্ছেন। এখানে আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ চারজন প্রার্থী রয়েছেন।

পঞ্চগড়-১ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত সম্রাট। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামা ভূঁইয়ার সাথে তাঁর প্রতিদ্বন্দ্বীতার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।জলা জাতীয় পার্টির প্রার্থী আবু সালেক বলেন, আমি মনোনয়ন প্রত্যাহার করিনি। দলীয় মনোনয়নসহ মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের দুই জনের মধ্যে কে থাকবেন তা আগামীকাল প্রতীক বরাদ্দের সময় বুঝা যাবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহারকারী পঞ্চগড়-১ আসনের বর্তমান সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, আমি কখনো কারো কাছে মাথা নত করিনি। আমার উপর দলীয় বা স্থানীয় কোন চাপ নেই। শেষ পর্যন্ত মনোনয়ন পুনঃবিবেচনার আশায় ছিলাম। অবশেষে ব্যক্তিগত কারণে আমি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।