পঞ্চগড়ে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : 2025-12-14 16:46:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে দুঃস্থ ,অসহায় ও হত দরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহীনি।রবিবার(১৪ডিসেম্বর) পঞ্চগড় সদর উপজেলার দারিকামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহীনির ২৯ বীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এরিয়া এর আয়োজনে ৬০ জন গরীব, দুঃস্থ , হত দরিদ্র, সুবিধাবঞ্চিত শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের মেজর ও পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক।
এসময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, সদস্য, পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান, ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।এসময় সেনাবাহিনী জানান,পর্যায়ক্রমে শীতার্তদের কষ্ট লাঘবে আরো শীতবস্ত্র বিতরণের আশ্বাস প্রদান করেন বাংলাদেশ সেনাবাাহনী।#