পঞ্চগড়ে সুপেয় পানি যাচ্ছে বন্যার্তদের কাছে

প্রকাশ : 2024-09-01 17:20:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে সুপেয় পানি যাচ্ছে বন্যার্তদের কাছে

দক্ষিণাঞ্চলের বানভাসী মানুষের জন্য পঞ্চগড়ের সুপেয় পানি পাঠনো হচ্ছে। স্থানীয় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরাসরি ৫ লিটারের বোতলে বোতলজাত করে এসব পানি পাঠানো হবে। শুধু পানি নয় সাথে থাকবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, লবণ, বিস্কুট, চিড়া ও খাবার স্যালাইনসহ মেডিসিনও। শনিবার পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউট চত্বরে চলে এসব খাদ্য সামগ্রী ও পানি বোতলজাত করার কাজ। এক দল উদ্যোমী তরুণ দিনভর পরিশ্রম করে প্রতিটি প্যাকেজ প্রস্তুত করেন। রবিবার লক্ষী পুরের উদ্দেশ্যে খাদ্য সামগ্রী নিয়ে রওনা হন স্বেচ্ছাসেবীরা। সেখানে ৪০০ পরিবারের হাতে পৌঁছে দেয়া হবে এই ভালোবাসা।
জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক এড. আহসান হাবিব বলেন, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আমরা বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করি। আমাদের তরুণ স্বেচ্ছাসেবীরা অনেক পরিশ্রম করেছে। আমরা লক্ষীপুরের একটি এলাকার ৪০০ পরিবারের হাতে পঞ্চগড়ের মানুষের এই ভালোবাসা পৌছে দেবো। একই সাথে ২০০ মানুষকে তিন বেলা রান্না করে খাওয়ানো হবে। এর সাথে আমরা ২০০০ লিটার পঞ্চগড়ের সুপেয় ও নিরাপদ পানি বোতলজাত করে নিয়ে যাচ্ছি তাদের জন্য। আমরা এমন মহৎ কাজের সাথে থাকতে পেরে আনন্দিত। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মানুষ।

 

সান