পঞ্চগড়ে সারজিস আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ

প্রকাশ : 2026-01-16 20:16:58১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে সারজিস আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ

আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি না মেনে প্রচারণার অভিযোগ উঠেছে পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক( এনসিপি) পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে।অভিযোগ রয়েছে, সারজিস আলম প্রতিদিন বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনার কার্যক্রম চালাচ্ছেন। এছাড়া  তিনি তার ব্যবহৃত মাইক্রোবাসসহ নেতাকর্মীদের সাথে নিয়ে মিটিং, পথসভা এবং গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। 

অপরদিকে  তার ব্যক্তিগত ও রাজনৈতিক ফেসবুক পেজসহ ছয়টি ভিন্ন অ্যাকাউন্ট থেকে নির্বাচনী ভিডিও ও কনটেন্ট প্রকাশ করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর পর্যন্ত প্রতীক বরাদ্দের আগে কোনো প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অভিযোগ অনুযায়ী, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পরও সারজিস আলম এই বিধি অমান্য করছেন। বিশেষত আচরণবিধির ৪ ও ২৫ নম্বর বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নির্বাচনী মাঠে মানুষের অধিকার এবং ভোটের স্বচ্ছতা রক্ষার দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কমিশন, নির্বাচন ট্রাইব্যুনাল ও ভ্রাম্যমাণ আদালতের চোখের সামনে এই নির্বাচন বিধির লঙ্ঘনের ঘটনা  ঘটছে।

নির্বাচনী বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের সক্রিয় নজরদারির অভাব এবং আচরণবিধি অমান্য হলে ভোটারদের আস্থা ক্ষুণ্ণ হতে পারে। পঞ্চগড়-১ আসনে চলমান এই অনিয়ম, প্রশাসনিক উদাসীনতা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারণার বৃদ্ধি ভোটের প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। এটি সুষ্ঠু, অবাধ ও  নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে অগ্রহণযোগ্য।