পঞ্চগড়ে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
প্রকাশ : 2024-09-21 18:33:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মত বিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক সাবেত আলী। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সমেম্মলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি, জাময়াাতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, গণ অধিকার পরিষদের পঞ্চগড় জেলার নেতৃবৃন্দ অংশগ্রহন গ্রহন করেন। এছাড়াও আইনজীবি, মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কারিগর, নাট্যদল ভূমিজ, সাংবাদিক ও সূশীল সমাজের প্রতিনিধিরা মতবিনিময় সভায় অংশ নেন। সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কল্যান কুমার ঘোষ নিরপত্তা ও মন্দিরের ভূমি জটিলতার কারনে আগামি দূর্গা পুজা নিয়ে সংশয় প্রকাশ করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ সহ বিএনপি নেতারা জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের মন খুলে পুজা করার আহ্বান জানায়। প্রায় তিন ঘন্টাব্যাপি সভায় রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা আলাদা আলাদা করে পঞ্চগড়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং নতুন পঞ্চগড় গড়তে তুলতে বিভিন্ন মতামত তুলে ধরেন। পরে জেলা প্রশাসক ক্রমান্বয়ে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। এজন্য তিনি উপস্থিত সকল নেতৃবৃন্দের সহযোগীতাও কামনা।