পঞ্চগড়ে সর্ব নিম্নতাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস
প্রকাশ : 2024-02-12 18:26:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রবাদ আছে মাঘের শীতে বাঘ কাঁদে। মাঘ মাস শেষ হতে বসেছে।তবে ফাগুণের আগাম প্রভাব দেখা গেছে সোমবার( ১২ ফেব্রয়ারী) পঞ্চগড়ে। দুপুরের দিকে আকাশে ঝলমল রোদ থাকায় ফাগুণের রুপ ভেসে ওঠে বাতাসের অনুভূতিতে।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রটি সকাল ৯ টায় সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করে ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপে কিছুটা হরম অনুভূত হয়।এতে ফাগুণের রুপ ফুটে ওঠে।তবে পড়ন্ত বিকেলে আবার আকাশ মেঘযুক্ত হয়ে যায়। ফলে আবারও শীতের আমেজ শরীরকে নাড়া দেয়।
কদিন ধরে তাপমাত্রা ৭,৮ ও ৯ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করলেও কনকনে শীত ছিলনা।দিনের আলোতে ফাগুণের বাতাস ভেসে ওঠে পরিমন্ডলে। এতে ধূলা বালুর প্রভাব দেখা যায় পথপ্রান্তরে। কলেজ পড়ুয়া শিক্ষার্থী শান্ত (১৭) বলেন ‘ আজ শরীরে যেনো ফাগুণের অনুভ’তি পেলাম। মনে হয় শীত বিদায় নিবে।
এদিকে কনকনে শীতের দাপট কমে যাওয়ায় ছিন্নমূল মানুষের কষ্ট কমেছে। কৃষকরা বোরো ও গম সহ তাদের জমিতে শস্য রোপনে ব্যস্ত সময় পার করছে। কদিন আগের চেয়ে মাঠে-ঘাটে তারা সহসা কাজে যেতে পারছে। গরমর কাপড়ের চাহিদাও অনেকটাই কমেছে।
এদিকে তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন , মাঘ মাস শেশ হতে বসেছে। তাপমাত্রা আগের মতোই থাকবে। দিনের বেলায় তাপমাত্রা বাড়বে। রাতে কিছুটা কমবে।
ই