পঞ্চগড়ে সরকারি গাছ কেটে বিক্রির চেষ্টা জব্দ করলে প্রশাসন
প্রকাশ : 2024-05-02 19:33:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে সরকারি দুটি ইউকিলিপটার্স গাছ কেটে বিক্রির চেষ্টার অভিযোগে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপে তা আটক করেছে।বন বিভাগ ও স্থানীয়দের অভিযোগে জানা যায়, ওই সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড়- কামাতপাড়া সড়কে দন্ডয়মান দুটি ইউকিলিটার্স গাছ কেটে বিক্রির উদ্দেশ্যে বুধবার সন্ধ্যার দিকে এলাকার অকুর পূত্র আব্দুর রাজ্জাক ভ্যানে তুলে বিক্রি করার জন্য নিয়ে যওয়ার সময় ভ্যানটি আটক করা হয়। পরে সঙ্গে সঙ্গে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হলে তাৎক্ষনিক ভাবে ওই গাছ স্থানীয় মফিজারের মিলে রাখা হয়। গাছ দুটি আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
সামাজিক বন বিভাগ ও নার্সারী প্রশিক্ষন কেন্দ্র এর ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চগড় সদর মধু সদন বৃহষ্পতিবার বিকেলে মুঠোফোনে জানান ‘ গাছ দুটি জব্দ করেছি । স্থানীয় মেম্বার হকিকুল ও তার ভাই আব্দুর রাজ্জাক গাছ নিতে দেয়না ‘ পরে ইউএনও স্যারকে বলে এখন বন অফিসে নিয়ে যাচ্ছি। এসময় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম রবি উপস্থিত ছিলেন।