পঞ্চগড়ে সবজির বাজারে গিয়ে ক্রেতারা দিশেহারা
প্রকাশ : 2024-01-22 10:56:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না সবজির বাজার। আলু ,পেয়াজ, বেগুন,শিম সহ সব ধরনের সবজির দাম চড়া। ভরা মৌসুমে দিশেহারা ভোক্তারা। রমজানকে সামনে রেখে বাড়তি বয়লার মুরগীর দাম।
রবিবার সরজমিনে পঞ্চগড় রাজনগড় বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়। সব ধরনের শাক সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম কমছেনা। প্রায় এক মাস ধরে সবজির বাজারে অস্থিরতা দেখা গেলেও সরকারি কোন মনিটরিং নেই। দিন মুজুর কফিল উদ্দীন( ৫৫) সবজি নিতে গিয়ে বলেন‘ এক কেজি আলু ৫০ টাকা এককেজি পেঁয়াজ ৭০ টাকা, ফুলকপি একপিস ৪০ টাকা এমন মৌসুমে এতো দামে সবজি কিনলে আমরা কি করে বাঁচি।
সবজি বিক্রেতা জিয়াউর রহমান জানান, তিনি পেঁয়াজ বিক্রি করছেন ৭০ টাকা, আলু ৫০ টাকা, শিম ৪০ টাকা টমোটো ৪০ টাকা। এতো দাম কেনো জানতে চাইলে তিনি বলেন‘ আমরা কেজিতে দুই তিন টাকা লাভ করি,আমরা খুচরা ব্যবসায়ি।
আদা রসুনের দাম তো আগের মতো। রসুন ২২০ থেকে ২৬০ টাকা কেজি। আদা ২০০ টাকা থেকে ২২০ টাকা কেজি। এছাড়া বেড়েছে বয়লার মুরগীর দামও প্রতিকেজি বয়লার এখন ১৯০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালী মুরগী ৩০০ টাকা থেকে ৩২০ টাকা কেজি। দেশি মুরগী ৪৫০ টাকা কেজি।তবে মাছের বাজার চড়ার দিকে। মাছ চাষীরা রমজানে দাম বেশি পাওয়ার আশায় মাছ সরবরাহ কমিয়ে দিয়েছে। রুই কাতলা মৃগেল এখন ২৪০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে
বিক্রি হচ্ছে।
ব্যবসায়ি মাহবুব জানান আমাদের কাছে আগের দামেই বিক্রি হচ্ছে ছোলা, ডাল ও সয়াবিন সহ সব নিত্যপন্য। প্যাকেটজাত সয়াবিন ১৭৫ থেকে ১৮০ টাকা লিটার; ছোলা বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১০০ টাকা কেজি।চালের খুচরা ও পাইকারি বিক্রেতা আজিজুল হক বলেন‘ ৫০ কেজি চালের বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। কেজিতে বেড়েছে ৩ টাকা থেকে ৪ টাকা।
তবে চাল ব্যবসায়ি বাচ্চু জানান, এখন কমতে পারে । কারণ বাজারে ধানের দাম মনে ৪০ টাকা কমেছে। ১২২০ টাকার ধান বিক্রি হচ্ছে ১১৭০ টাকা থেকে ১১৮০ টাকা।এদিকে খোঁজ নিয়ে জানা গেছে রমজানে বেশি দাম পাওয়ার আশায় বয়লার মুরগীর খামারিরা তাদের মুরগী বিক্রি কমিয়ে দাম বাড়িয়েছে।
সান