পঞ্চগড়ে সন্ত্রাস ও মাদকবেরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2023-11-28 17:55:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে নৈতিকতার অবক্ষয় এবং বিপথগামিতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।সোমবার দুুপুরে পঞ্চগড় যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড় এর উপ পরিচালক মো. মকছুদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমিক রায়, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা সরকার ও জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। অনুষ্ঠানে পঞ্চগড় যুব প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের শিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।
ই