পঞ্চগড়ে শিক্ষার্থীদের টাকা শিক্ষক-কর্মচারিদের প্রমোদ ভ্রমন

প্রকাশ : 2025-02-02 18:34:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে শিক্ষার্থীদের টাকা শিক্ষক-কর্মচারিদের প্রমোদ ভ্রমন

পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির টাকায় প্রমোদ ভ্রমণ ।বৃহস্পতিবার রাতের ট্রেনে চিলাহাটি থেকে খুলনা ১২ জন যাওয়ার খবর পাওয়া গেছে।যদিও বিদ্যালয়ে ২০ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।এ ধরনের আয়োজনে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।অনেকে এটিকে প্রমোদ ভ্রমণ বলে আখ্যা দিয়েছেন।

 জানা যায়,জগদল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা বাৎসরিক ভ্রমণ দেখিয়ে খুলনা সুন্দরবন যাওয়ার জন্য, বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি ফি থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে।চলতি মাসের ১৪ তারিখের করা এমন একটি রেজুলেশন হাতে এসেছে।সেখানে বলা হয়েছে,কেউ যেতে না পারলে এ টাকার কোন ভাগ দাবী করতে পারবেনা।এছাড়াও একজন সহকারি শিক্ষকের বকেয়া বেতন করার জন্য ভর্তি ফি থেকে ৩০ হাজার টাকা খরচ দেখানও হয়েছে।স্থানীয়রা জানান,বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির টাকা খরচ করে আনন্দ ভ্রমন, ওই ভ্রমনে কী শেখবেন এবং কোথায় কাজে লাগাবেন।অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয়।এটা এক কথায় প্রমোদ ভ্রমণ বলা যায়।

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনিছুর রহমান বলেন,ব্যাক্তিগত অর্থে ভ্রমন করতেছি।তবে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ফির ৩৫ হাজার টাকা আমার কাছে জমা আছে।এবিষয়ে  পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন  বলেন বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#