পঞ্চগড়ে যুবদল সভাপতি ও ছাত্রদল সম্পাদক জেল হাজতে

প্রকাশ : 2024-02-01 10:54:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে যুবদল সভাপতি ও ছাত্রদল সম্পাদক জেল হাজতে

পঞ্চগড়ে এক শ্রমিক লীগ নেতার মামলায় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকেলে পঞ্চগড় আমলী আদালত-১ এ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক জাহিদ হাসান তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

গত বছরের ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার দিন জেলা শহরের তেঁতুলিয়া রোডে মশাল মিছিল করেন যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় শ্রমিক লীগ নেতা নুরুজ্জামানসহ শ্রমিকলীগ নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় আহত নুরুজ্জমান বাদী হয়ে ফেরদৌস ওয়াহিদ রাসেলকে প্রধান করে ৩৫ জনের বিরুদ্ধে মারধর ও ক্ষতিসাধনের অভিযোগে এই মামলা দায়ের করেন।

জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও আসামী পক্ষের আইনজীবি আব্দুল বারি বলেন, মামলার তিনজন অভিযুক্ত বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের জামিন মঞ্জুর করেন। একই আদেশে ফেরদৌস ওয়াহিদ রাসেল ও রোকনুজ্জামান জাপানকে জেলহাজতে পাঠানো হয়।

 

সান