পঞ্চগড়ে মুখে কালো কাপড় পড়ে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ
প্রকাশ : 2025-04-08 17:52:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

ফিলিস্তিনের উপত্যকা গাজায় ইসরায়েলের নির্মম বর্বরতা ও নারকীয় গনহত্যার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান (এমআর) সরকারি কলেজ প্রাঙ্গণে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
এতে জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে যায়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদলের নেতারা।