পঞ্চগড়ে মাদক বিরোধী সমাবেশ, ব্যবসায়ীদের উচ্ছেদ করতে আল্টিমেটাম
প্রকাশ : 2024-11-22 19:03:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দীর্ঘ কুড়ি বছর থেকে পঞ্চগড় শহরের উপকন্ঠে রাজনগর নতুন বস্তি এলাকায় দশটি হরিজন সম্প্রদায়ের বাড়ির সামনে থেকে মাদক বিক্রি হচ্ছে। এতে সামাজিক সম্প্রীতি নস্ট হয়ে পঞ্চগড় পৌরসভা এলাকার যুব সমাজ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এরই প্রতিবাদে পঞ্চগড়ের রাজনগর বকুলতলা মোড়ে মাদক এবং বাল্যবিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসন ও রাজনগর মাদক বিরোধী কমিটির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কমিটির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন, বিশেষ অতিথি পঞ্চগড় সদর থানার ওসি মাসুদ পারভেজ, সাবেক পৌর মেয়র জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহŸায়ক তৌহিদুল ইসলাম সহ ছয়টি মসজিদের ইমাম, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার তরুনরা বক্তব্য রাখেন। বক্তারা জানান অবাধে চলাফেরার রাস্তায় জনসম্মুখে প্রতিদিনই ১০ থেকে ১৫ টি পরিবারের নারী পুরুষরা অবাধে মাদক বিক্রি করছেন। প্রশাসন জনপ্রতিনিধীদের কাছে বার বার অভিযোগ করেও মাদক ব্যবসা বন্ধ হয়নি। বক্তারা বলেন আগামি এক মাসের মধ্যে মাদক রাজনগরে মাদক বিক্রী না হলে কঠোর আন্দোলন হবে।