পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশকালে তিনজন বাংলাদেশী নাগরিক আটক
প্রকাশ : 2025-02-01 18:58:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশীকে আটক করেছে বর্ডাগার্ড বাংলাদেশ -বিজিবি। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁওা সদর উপজেলারআলমপুর গ্রামের শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫), তার কন্যাশিশু এবং তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি এলাকার সাদ্দাম (৩০) হোসেন।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কাঁটাতারের বেড়া কাঁটার ১টি প্লাস, ২টি মোবাইল ফোন, এক জোড়া রুপার নূপুর ও নগদ ২০ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়েছে। সাদ্দাম হোসেন ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের ভারতে পাঠানোর চেষ্টা করছিলেন।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, আটকৃতদের থানায় সোপর্দ করার আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।