পঞ্চগড়ে পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : 2025-02-13 13:27:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ে নতুন বাংলাদেশ বিনির্মানে বিভিন্ন পেশাজীবী মানুষের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রয়ারি) বিকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা পরিষদের সহযোগিতার এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন। কর্মশালায় পঞ্চগড়ের উন্নয়ন ও সম্ভাবনাময়ি শিল্পে পেশাজীবীর ভূমিকা বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলা প্রশাসক সাবেত আলী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সিভিল সার্জন ডা মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মতিউর রহমান, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন সহ জেলার শ্রমিক বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, আগামীর পঞ্চগড় হবে শিল্প সংস্কৃতি ও পর্যটন সমৃদ্ধ একটি জেলা। সব দিক থেকে এই জেলা এবং জেলার মানুষকে এগিয়ে নিয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতিটি মানুষের সহযোগিতা দরকার। জেলা তথা ও মানুষের ভাগ্যের উন্নয়ন করতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে।

কা/আ