পঞ্চগড়ে পেঁয়াজ ও কাচাঁমরিচের দামে ঝাঝ বেড়েছে, কমেনি আলুর দাম
প্রকাশ : 2024-05-24 14:30:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সবজির দাম উঠানামা করলেও পঞ্চগড়ে পেঁয়াজের দাম কমছেনা। বাড়তি আলুর দাম। কমছেনা রসুন ও আদার দাম। ফলে দিশেহারা মানুষ।
এছাড়া মাছের বাজার অনেকটাই চড়া। সোনালি মুরগীর দাম এখনো বাড়তি। বয়লালের দাম ২০০ টাকা কেজিতে থেমে আছে।রুই কাতল মৃগেল এমন সব মাছের দাম বেশি। মান ভেদে এসব মাছ বিক্রি হচ্ছে ২৪০ টাকা থেকে ৩০০ টাকা কেজি। শুক্ররবার বাজারেি গয়ে দেখা গেছে ছোট বা গুড়া মাছ একবারেই নেই বললেই চলে।
পঞ্চগড় বাজারে আদা রসুনেরদাম অনেক চড়া। মান ভেদে রসুন ২০০ টাকা থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদার দাম ২৫০ থেকে ২৮০ টাকা কেজি।পেয়াঁজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। কাডিনাল ৫০ ও দেশি আলু ৭০ টাকা কেজি। সব ধরনের সবজির দাম কিছুটা কমলেও এখনো হাতের নাগালে নেই। পটল মানভেদে বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৫০ টাকা। কাঁচামরিচ এখন ১২০ টাকা কেজি। বেগুন এখনো মানভেদে ৪০ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ির জানান মোকামে দাম বেশি পেয়াঁজ আলুর দাম তাই বেশি দামে এনে বেশি দামে বিক্রি করতে হয়।চাকুরীজীবি লুৎফর আলি জানান , ছোট একটি চাকুরী করি বেতন নির্ধারিত বাজার নিয়ে কুলনো যায় না।