পঞ্চগড়ে দিনব্যাপি চক্ষু শিবিরের উদ্বোধন

প্রকাশ : 2024-06-10 19:08:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে দিনব্যাপি চক্ষু শিবিরের উদ্বোধন

পঞ্চগড়ে  চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। দেশবরেণ্য নাট্য ব্যক্তিত্ব ,লেখক  মামুনুর রশিদের আমেরিকা প্রবাসী বন্ধু ও পরিবারের অর্থায়নে এবং গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপি ওই চক্ষু শিবিরের আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার-রিক। 

সোমবার (১০ জুন)সকালে সদর উপজেলা পরিষদের নব নির্মিত হলরুমে চক্ষু শিবিরের উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান এএস শাহনেওয়াজ প্রধান শুভ, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, রিক এর উপ পরিচালক আবু রিয়াদ খান ও রিক এর প্রবীণ কল্যাণ কর্মসূচীর কেন্দ্রীয় সমন্বয়কারী ফেরদৌসী বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিক পঞ্চগড়ের এলাকা ব্যবস্থাপক আব্দুল মালেক প্রামানিক।

দিনব্যাপী ওই চক্ষু শিবিরে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকগণ সহস্রাধিক রোগী দেখেন। এদের মধ্যে চোখের অপারেশনের জন্য ১৩৫ জন রোগিকে ঠাকুরগাঁয়ের গ্রামীণ চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা ও দুইশত জন রোগীকে লাঠি প্রদান করা হয়েছে।