পঞ্চগড়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্সের সভা  অনুষ্ঠিত

প্রকাশ : 2025-04-13 20:11:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্সের সভা  অনুষ্ঠিত

পঞ্চগড়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার  পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন; জেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,ট্রেন স্টেশন, বাস টার্মিনাল ওহোটেলে নো-স্মোকিং সাইনেজ লাগানো  পরিবহনগুলোতে"গণপরিবহনে ধূমপান নিষেধ সম্বলিত স্টিকার লাগানো,  বিড়ি সিগারেট বিক্রয় স্থানে মোড়ক লাগিয়ে বিজ্ঞাপন  নিষিদ্ধ করা, টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দকে ধূমপান মুক্ত হওয়া মোবাইল কোর্টের মাধ্যমে পাবলিক প্লেসে ধূমপানকাীদের এবং দোকানে বিজ্ঞাপনদাতাদের অর্থদন্ড ওশাস্তি প্রদান করা, জেলায় তামাক চাষ বন্ধ করা।  

শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপানের ক্ষতিকর বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান  প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করা। ই- সিগারেটের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।  অনুষ্ঠানে পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্দ মিজানুর রহমান বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ  মুন্সী, পাবলিক প্রসিউিকিটর (পিপি) এড. আদম সুফি , পঞ্চগড় পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।