পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে, রোদ উঠলেই কাটছে যায় ঘন কুয়াশা
প্রকাশ : 2024-12-05 15:46:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শীতে জেলা পঞ্চগড়ে সূর্যের সাথে রোদ উঠলেই কেটে যায় ঘন কুয়াশা। কমতে থাকে শীতের অনুভূতি। বৃহস্পতিবার সকাল ৯ টায় সর্বনিম্ন বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার ছিল ১১ ডিগ্রি।
দিনভর শীতের তেমন দুর্ভোগ নেই। তবে প্রতিদিন সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হয়। এতে সকালে কাজে যোগ দেওয়া দিনমজুর ও কৃষি শ্রমিকদের দুর্ভোগ দেখা দেয়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান, বৃহস্পতিবার সকাল ৯ টায় সর্বনিম্ন বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার ছিল ১১ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তেতুঁলিয়াসহ পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।।