পঞ্চগড়ে তাপমাত্রা কমলেও শীতের তীব্রতা নেই, কখনো দিনে চারদিকে রোদের আলো ছড়াচ্ছে
প্রকাশ : 2024-12-01 18:30:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে শীতের দাপট ক্রমশ বাড়তে শুরু করেছে। রবিবার সর্বন্মি তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে এসেছে। তবে আগের দিন সর্ব নিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে পারদ ক্রমশ নীচে নামলেও শীতের তীব্রতা তেমন নেই।
তবে রবিবার সকাল ৬টায় তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হলেও সকাল ৯টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসগত এক সপ্তাহ ধরে ১৩ থেকে তাপমাত্রা ১১ ডিগি সেরসিয়াসে ওঠানামা করছিল। দিনে রোদে চারদিক ঝলমল ছিল। রবিবার সকাল ৯ টার শীত শীতের মাত্রা কমতে শুরু করে। দুপুর ২ টার শীত অনুভূথ হয়। সকাল বেলা গরম কাপড় পড়লেও দপুুরে আর গরম কাপড়ের প্রয়োজন হয়না তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, গত ৫ দিন যাবত তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা স্থিতি আছে।এদিকে জেলা শহরের গরম কাপড়ের দোকান গুলো বেশ সরব হয়ে পড়ছে। শহরের সড়কের আশপাশে অনেকে ব্যবসায়ি পুরনো গরম কাপড়ের পরসা নিয়ে বসছে কয়েকদিন ধরে।