পঞ্চগড়ে ডিমের হালি ৪৪ টাকা বাড়তি সবজির দাম

প্রকাশ : 2024-05-12 19:45:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে ডিমের হালি ৪৪ টাকা বাড়তি সবজির দাম

বেড়েই চলেছে ডিমের দাম।যে ডিম প্রতি হালি দুদিন আগেই ছিল ৩৮ টাকা। সেই ডিম রবিবার ৪৪ টাকা হালি।পঞ্চগড়ে বাজার ব্যবস্থাপনায় মনিটরিং না থাকায় সব ধরনের সবজি সহ ডিমের দাম প্রতি দিন বাড়ছে। ফলে দিশেহারা কম আয়ের মানুষ ও শ্রমজীবীরা।তেল লবন ডালের দাম অপরিবর্তিত থাকলেও সবজি মাছ , পেয়াঁজ, রসুন, আদা, আলু সব রকমের সবজির দাম বাড়ছে।রবিবার বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি সবজিতে ১০ টাকা থেকে ১৫ টাকা বেড়েছে। ৩০ টাকার ঢেঁড়ষ ৪০ টাকা, পটল ৪০ টাকা। সব সবজির দাম আগের জায়গায় নেই।

এদিকে আমদানির খবরে ৭০ ও ৮০ টাকার পেয়াঁজ এখন ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।আদা ও রসুন এখনো আগের দামেই বিক্রি হচ্ছে।রসুন ২০০ টাকা থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কমছে না আলুর দাম। কাডিনাল ৪৫ টাকা ও দেশি আলু ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।বিক্রেতা বলছেন বেশি দামে কিনতে হয়। তাই বেশি দামে বিক্রি করতে হয়।ডিম ব্যবসায়ি আব্দুল কাইয়ুম জানান ‘ কি করবো এখন বেশি দামে কিনতে হচ্ছে তাই ৪৪ টাকা হালি বিক্রি করতে হচ্ছে।সামসুল হক বলেন ‘ বেসরকারি চাকুরী করি বেতন তো বাড়েনি। ডিমের দাম আগে অনেক কম ছিল। সেই পণ্যটির দাম আকাশছোঁয়া। সবজির দাম বাড়ছে। মুরগীর দামও বেশি।

এছাড়া হাতের নাগালে নেই সোনালি মুরগীর দামও। যা আগে ২৪০ টাকায় এই মুরগী পাওয়া যেতো। এখন তা বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি।দেশি ৫৫০ টাকা কেজি। বয়লারে দাম বাড়েনি। বয়লার এখন ২০০ টাকা কেজি।মুরগী ব্যবসায়িরা জানান খামারে দাম বেশি। আমরা তো কিনে আন্ িআমরা ৫ -১০ টাকা লাভ রেখে বিক্রি করি।