পঞ্চগড়ে ছায়া সংসদ বির্তক উৎসব
প্রকাশ : 2026-01-17 17:26:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
চা ও পর্যটন শিল্পের উন্নয়ন এবং পঞ্চগড়ের অর্থনৈতিক উন্নয়ন সহ নানা সমস্যা চিহ্নিত করণের মধ্য দিয়ে দুইদিন ব্যাপি ইয়ুথ পার্লামেন্ট পঞ্চগড়- ১’র কার্যক্রম সমাপ্ত হয়েছে। শনিবার (১৭ জানুযারি) অনুষ্ঠিত ছায়া সংসদের কার্যক্রম শেষ হয়েছে। শুক্ররবার (১৬ জানুয়ারি) সকালে এর উদ্বোধন করেন সাবেক মহিলা সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন।
জানা যায়, পঞ্চগড়-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের উদ্দীপনা এবং সহযোগিতায় ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট মাঠ প্রাঙ্গণে শুক্ররবার ১৬ জানয়ারি সকালে আনুষ্ঠানিক ভাবে ছায়া সংসদের উদ্বোধন করা হয়।
ইয়ুথ পার্লামেন্ট পঞ্চগড়-১ ’র আয়োজনে জাতীয় সংসদের আদলে এই ছায়া সংসদে বির্তক উৎসবে ২৫০জন বিতার্কিত এই উৎসবে অংশ গ্রহন করেন। তারা বিভিন্ন ইউনিয়ন ,ওয়ার্ড এর প্রতিনিধিত্ব করেন।
নলেজ পার্টনার হিসেবে ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ভলান্টিয়ার পার্টনার হিসেবে ছিলেন ক্রিয়েটিভ অলিম্পিয়াড বাংলাদেশ ।দুদিনের এই সংসদে দুটি অধিবেশনের মাধ্যমে বির্তাকিকরা তাদের মনোনিবেশের মাধ্যমে তাদের প্রস্তাবনা ও সম্ভবনা সহ উন্নয়নে তাদের বক্তব্য তুলে ধরেন।
এসময় পঞ্চগড়ের চা ও পর্যটন শিল্পের উন্নয়ন সহ পর্যটকদের নিরাপত্তা ও একটি ট্যুরিস্ট গাইড তৈরির জন্য জোড় দাবী জানান বিতার্কিকরা। এসময় অর্থনৈতিক উন্নয়নে ইপিজেড স্থাপনের দাবি করেন বিতার্কিকরা। পাশাপাশি সড়ক উন্নয়ন, বাণিজ্য উন্নয়ন, বাণিজ্য ঘাটতি সহ শিক্ষা এবং সাংষ্কৃতির সম্ভবনা সহ শিক্ষিত বেকার সমস্যার কথা উঠে আসে এই সংসদে। এসময় অনেকে সম্ভবনাময় প্রেক্ষাপটের সাথে তরুণ ও তরুণীদের কর্মসংস্থানে হতাশাও প্রকাশ করা হয়।
এই ছায়া সংসদে জাতীয় সংসদের ন্যায় বাজেট উপস্থাপন করা হয়। সরকারি ও বিরোধী দলের মন্ত্রী ,এমপি ও সংসদের বিরোধী হুইপ প্রস্তাবনায় সর্মথন সহ বিরোধীতার ভূমিকা ও রাখেন। সেখানে হ্যাঁ ভোট দিয়ে বিল পাস করা হয়।
সংসদীয় এই বির্তক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে অংশ নেন মনিরুজ্জামান প্রত্যাশা , ইউল্যাব ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং বিরোধী দলীয় নেতা হিসেবে অংশ নেন জুই আক্তার, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
স্পিকার হিসেবে অংশ নেন আহছানিয়া মিশন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি রাজশাহীর প্রভাষক মোঃ আশরাফুল ইসলাম। ডেপুটি স্পিকার হিসেবে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শারমিন সুলতানা নিশি।#