পঞ্চগড়ে চায়ের গুণগত মান বৃদ্ধি ও চা রপ্তানির সম্ভাবনা বিষয়ক কর্মশালা

প্রকাশ : 2024-02-14 19:49:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে চায়ের গুণগত মান বৃদ্ধি ও চা রপ্তানির সম্ভাবনা বিষয়ক কর্মশালা

পঞ্চগড়ে চায়ের গুণগত মান বৃদ্ধি ও বাংলাদেশের চা রপ্তানির সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কর্মার্স এন্ড ইন্ড্রাট্রিজ ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গল চা প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্ষ্ঠুানে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান শেখ অলিউর রহমান, লন্ডন টি এক্সচেঞ্জের চীফ অব স্টাফ লরেন বুশ, কাজী এন্ড কাজী টি এর প্রধান নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমেদ, গ্রীন ফিল্ড স্টেট চা কারখানা ও সুলতান চায়ের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু, স্মল টি অনার্স এন্ড ট্রি ট্রেডার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন প্রমুখ।

কর্মশালায় বক্তারা চায়ের উৎপাদন শুধু নয় বরং গুণগত মান বৃদ্ধির প্রতি জোর তাগিদ দিয়ে বলেন, বর্তমানে দেশে রেকর্ড পরিমাণে চা উৎপাদন হচ্ছে কিন্তু গুণগত মান না বাড়ায় রপ্তানি কমেছে। আগামীতে দেশের চা শিল্পকে উন্নত বিশ্বের দোরগোড়ায় নিতে যেতে হলে বিশ্বমানের চা উৎপাদনের বিকল্প নেই।

এসময় বাংলাদেশ থেকে গুণগত মানের চা কিনে বিশ্ব বাজারে রপ্তানি করার আগ্রহ প্রকাশ করেন লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান শেখ অলিউর রহমান। পরে লন্ডন টি এক্সচেঞ্জের চায়ের বাগান, চা পাতা চয়ন, উৎপাদন সহ চায়ের গুণগত মান বৃদ্ধির নানা বিষয়ে প্রজেক্টরের মাধ্যেমে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

কর্মশালায় চা চাষী, চা চাষী নেতা, কারখানা মালিক, বিডার, বায়ার, ওয়্যার হাউজ মালিক সহ চা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।