পঞ্চগড়ে ঘাম ঝরা গরমে লোডসেডিং অব্যাহত জনজীবন বিপর্যস্ত
প্রকাশ : 2024-09-23 19:00:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
চলমান দাবদাহে অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। সাথে হঠাৎ বিদ্যূৎতের ঘন ঘন লোডসেডিংয়ের কারণে ত্রাহি ত্রাহি অবস্থা পঞ্চগড়ের সবর্ত্র। মাঠ-ঘাট শুকিয়ে যেতে শুরু করেছে।
এছাড়া হঠাৎ করেই দুই-তিনদিন ধরে বিদ্যূতের ঘন ঘন লোডসেডিং শুরু হয়েছে সব এলাকায়। প্রখর রোদের তাপ সাথে খরা অব্যাহত থাকায় জনজীবন অচল হয়ে পড়েছে। শহর-বন্দরে সুনশান অবস্থা বিরাজ করছে। কাজ ছাড়া মানুষজন বাড়ির বাইরে তেমন একটা বের হয়না। শহর-বন্দর গ্রামগঞ্জে একই অবস্থা। ভ্যাসপা গরমের ফলে মানুষের শরীরে পানির মতো ঘাম ঝরছে। বিদ্যূৎত না থাকলে সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে মানুষকে। গরমের ফলে মানুষের মাঝে অসুস্থতা দেখা দিয়েছে। উচ্চ রক্তচাপ সহ জটিল রোগে আক্রান্ত রোগিরা বেশ কাহিল হয়ে পড়েছে।পুরাতন পঞ্চগড়ের বাসিন্দা গৃহিণী মেরিনা আকতার জাহান বলেন ‘ কেনো জানি রাতে কয়দিন ধরে ঘুম হচ্ছেনা। আমার প্রেসার আছে কয়দিন ধরে এতো খারাপ লাগছে। আর গরমে কাহিল হয়ে পড়েছি। গাছের পাতা পর্যন্ত নড়েনা।এদিকে অসহনীয় গরমে শ্রমজীবীদের মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে হাসফাস করতে হচ্ছে। নুয়ে পড়ছে পাথর-বালু শ্রমিকরা। তবুও বেশির ভাগ শ্রমিক জীবীকার তাগিদে কাজে যাচ্ছে।তবে কমেছে অটো সহ অল্প দূরত্বের যানচলাচল।
তেতুঁলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের আবহাওয়া পর্য়বেক্ষক রোকনুজ্জামান জানান, মঙ্গলবার না হলেও বুধবার বৃষ্টিপাত হবে। কারণ বঙ্গপোসাগরে একটি লঘুচাপ দেখা গেছে।
পঞ্চগড় নেসকোর নির্বাহী প্রকৌশলী সত্যজিত রায় জানান বর্তনানে লোডসেডিং চলছে ১০ থেকে ১২ মেগওয়াট। চাহিদা রয়েছে ২৪ মেগওয়াট। কারন বড়পুকুরিয়ার দুটি ইউনিট আবারো বন্ধ হয়ে গেছে। দুসপ্তাহ লাগবে দুটি ইউনিট চালু হতে। এরপর কমবে লোডসেডিং।