পঞ্চগড়ে খাদ্য মিলার ও ডিলার নিবন্ধন বিষয়ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : 2025-11-27 17:49:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে আধুনিক খাদ্য সংরক্ষণ ও নিবন্ধন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।পঞ্চগড় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজলো কৃষি কর্মকর্তা আসাদুননবী। খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, আধুনিক খাদ্য সংরক্ষনাগার নির্মাণ প্রকল্পের আওতায় এফ এস অ্যান্ড এম এম এস সম্পর্কে সম্যখ ধারণা লাভ ও দেশব্যাপী বিভিন্ন জেলায় এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহন করেছে গ্রহন করেছে সরকার।ওই প্রকল্পের আওতায় সাপ্লাই ইন্টাল্লেশন অ্যান্ড কম্মিশউনিং অফ অনলাইন ফুড স্টক অ্যান্ড মার্কেট মনিটরিং সিস্টেম অফ ডিজি ফুড( এফএস অ্যান্ড এমএম এস)চালু করার লক্ষ্যে প্যাকেজ জিডি-২৭’র অধীন সফটওয়্যার ডেভলোয়েন্ট নেটওয়ার্কিং কানিক্টিভিটি ট্রেনিং ডিজি ফুড অ্যান্ড ডি আর স্থাপনের সম্প্রতি একটি চুক্তি সম্পাদন হয়। তার ধারাবাহিতকায় খাদ্য সংরক্ষণ করার মূল লক্ষ্য নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।এসময় জেলার খাদ্য নিয়ন্ত্রকের আওতায় ৫০ জন ডিলার / মিলারগন উপস্থিত ছিলেন।এসময় খাদ্য সংরক্ষনে নানা পরামর্শ প্রদান করা হয়।