পঞ্চগড়ে কেজি গাঁজা দুইজন গ্রেফতার  

প্রকাশ : 2025-02-19 17:03:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে কেজি গাঁজা দুইজন গ্রেফতার  

পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশ- ডিবির অভিযানে চার কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

পঞ্চগড় জেলা গোয়েন্দা বিভাগের ওসি ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। তারা গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলার ময়দানদিঘী ইউপির মনিরামজোত লালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের উপড় তাদের দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আটককৃতরা হলেন:  আবুল হোসেন(৩৮) পিতা আব্দুল আলী ইসলাম গ্রাম পেড্ডা দিঘী পূর্ব পাড়া বরুড়া কুমিল্লা এবং  ওমর ফারুক পিতা শাহাব উদ্দীন গ্রাম চরসীতা  রামগতি  লক্ষীপুর। এ সময় চার কেজি গাঁজা  পাওয়া যায়। যার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি আব্দুল্লা হিল জামান জানান, আটককৃত দুজনকে ওই দিন বিকেলে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।পঞ্চগড় পুলিশ সুপারের নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।