পঞ্চগড়ে কুকুরের কামড়ে নার্স সহ আহত ১৪, আতঙ্কিত মানুষ
প্রকাশ : 2024-09-26 19:13:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে কুকুরের আতঙ্ক বিরাজ করছে। বুধবার রাতে এ ঘটনায় জেলা শহরে কুকুরের কামড়ে নার্স সহ ১৪ জন আহত হয়েছেন। আক্রান্ত মানুষের বেশির ভাগ পায়ে কামড় দেয় কুকুর। আহতদের ঘটনার পর পরই আধুনিক সদর হাসপাতালে ভ্যাকসিন সহ চিকিৎসা নেয়।
এমন অনাকাঙ্খিত ঘটনায় রাতে পৌর কর্তৃপক্ষ কুকুর ধরতে মাঠে নামলেও রিপোর্ট রেখা পর্যন্ত কুকুর শনাক্ত বা আটক করতে পারেনি। এদিকে কুকুর কামড়ের বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বে আতঙ্ক ছড়িয়ে পড়ে।জানা যায় বুধবার রাত আটটার দিকে জেলা শহরের তেতুঁলিয়া রোডস্থ ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এক যুবককে একটি কুকুর কামড় দেয়। এরপর পর শহরের মিঠাপুকুর, ডোকরোপাড়া, ইসলামবাগ পুরাতন পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় একরে পর এক পঞ্চগড় আধুনিক সড়র হাসপাতালে আসতে থাকেন আক্রান্তরা। একজন নার্স সহ ১৪ জন কুকুরের কামড়ের শিকার হয়। কুকুর কামড়ের ছবি নানা জনের ফেসবুকে ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্ক ছেিয় পড়ে এলাকায়।
এসব আক্রমনকারী কুকুর শনাক্ত করে ব্যবস্থা না নিলে মানুষ এসব কুকুরের কামড়ের শিকার হতে পারে বলে মত দেন এলাকাবাসী। আধুনিক সদর হাসপাতালের চিকিৎক ডা. তৌহিদুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, কুকুরগুলোকে শনাক্ত করতে পৌর সভা কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।পাশাপাশি আক্রান্তদের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।