পঞ্চগড়ে কাঁচা মরিচের দাম চড়া কমেছে সোনালী মুরগীর
প্রকাশ : 2024-08-18 13:54:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ে আবারো বেড়েছে সবজির দাম। কমেনি মানুষের চাহিদা সম্পন্ন ফার্মের মুরগীর ডিমের দামও। সব মিলিয়ে হতাশ ক্রেতা সাধারণরা। ১২০ টাকা কেজির কাঁচামরিচ এক লাফে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কদিন ধরে সবজির বাজার অনেকটাই হাতের নাগালে আসার মত পরিস্থিতি দেখা দিলেও সেটি আর নাগালে নেই। এখন সব কাঁচা পণ্যের দাম বাড়তির দিকে। সব মিলিয়ে আবার অস্থিরতা সবজির বাজারে। একটু স্বস্তি দেখা যাচ্ছে আলুর দামে। কাডিনাল আলু পাইকারী প্রতিকেজি ৪৫ টাকা। খুচরা ৪৭ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে ছিল ৫০/৫৫ টাকা কেজি। তবে কমেনি দেশি আলুর দাম। পঞ্চগড় বাজারে শুক্ররবার গিয়ে এ অবস্থা দেখা যায়। ফার্মের মুরগীর ডিমের প্রতি হালি ৪৬ টাকা থেকে লাফিয়ে ৪৮ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। তবে কমেছে সোনালি মুরগীর দাম। এখন প্রতি কেজি সোনালী মুরগী ২৪০ টাকা কেজি। যা আগে বিক্রি হয়েছে ২৮০ টাকা থেকে ৩০০ টাকা কেজি। এদিক সব ধরনের সবজির দাম বাড়তি। ৩০ টাকার ঢেড়স এখন ৬০ টাকা কেজি। ৩০ টাকা পটল এখন ৪০/৫০ টাকা কেজি। ৩০ টাকার শসা ৪০/৫০ টাকা কেজি। পেঁয়াজ ১১০ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়দিন আগে ১০৫ টাকা থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হতো। পাশাপাশি মাছ মাংসের দাম অপরিবির্তিত রয়েছে। সবজি ব্যবসায়ীরা জানান সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।
সান