পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা

প্রকাশ : 2024-06-19 20:57:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা

পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের আনন্দঘণ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এই ব্যাচের সকল বন্ধুরা নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার দিনব্যাপি আনন্দ উৎযাপন করে। সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে তারা। সরকারি অডিটোরিয়াম থেকে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিলনমেলার উদ্বোধন করেন ২০০০ সালের বন্ধু সদর উপজেলা চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ। শোভাযাত্রা শেষে সকল বন্ধুরা হিমালয় বিনোদন পার্কে মিলিত হয়। দুপুরে হাজ্জাজ তানিনের সম্পাদনায় মিলনমেলার স্মরনিকা ‘ প্রিয়মুখ’র মোড়ক উম্মোচন করা হয়। বন্ধু মানে একটাই কথা ফ্রেন্ডস ফরএভার" এই প্রতিপাদ্য নিয়ে মিলনমেলায় স্মৃতিচারণ মুলক আলোচনা, আড্ডা, গান, কবিতা আবৃত্তি, উদ্যোম নাচের মধ্য দিয়ে নিটোল আনন্দে মেতে ওঠে সবাই। মিলন মেলায় ২০০০ সালের এস এস সি ব্যাচের সকল বন্ধু ও পরিবারের সদস্যরা অংশ নেয়।