পঞ্চগড়ে উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশ : 2023-12-16 16:59:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস পালিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা মহান বিজয় দিবস পালিত হয়েছে পঞ্চগড়ে। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর ১৯১৭’র এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী আত্মসমর্পণ করে।

পাকিস্তানীদের পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বে স্বাধীন বাংলাদেশের অভূদয় ঘটে।এ উপলক্ষে পঞ্চগড় জেলা  প্রশাসন বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। এছাড়া জেলা পরিষদ মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী বীরমুক্তিযোদ্ধা, আহত ও পঙ্গু মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য এক সংবর্ধনার আয়োজন করে।

শনিবার সূর্যোদয়ের সাথে সাথে মিহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। এসময় মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পূষ্পস্তবক অপর্ন করা হয়।  সেখানে প্রথমে জেলা প্রশাসক জহুরুল ইসলামপূষ্পস্তবক অর্পণ করেন।এরপর জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, পঞ্চগড়-১ আসনের নৌকার প্রার্থী নাঈমুজ্জামান মুক্তা,জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, পঞ্চগড় প্রেসক্লাব ,জেলা বিএনপি সহ সকল রাজনৈতিক অঙ্গ সংগঠন ও স্থানীয় সামাজিক সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় পূষ্পস্তবক অর্পণ করেন। 

এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বিশেষ মোনাজাত করা হয়।পাশপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।পরে জেলা পরিষদ আয়োজিত ‘জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’শীর্ষক এক আলোচনা সভার অয়োজন করা হয়।

এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসন বনাম পৌর সভা একাদশ এর অংশ গ্রহনে প্রীতি ফুটবল ম্যাচ, বীরমুকিতযোদ্ধা একাদশ বনাম হিতৈষী সংঘ একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।এছাড়াও মি·অর্থীদের অংশ গ্রহনে বর্ণ্যাঢ্য ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পূরষ্কার বিতরণ করা হয়। শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।