পঞ্চগড়ে ইজিপি ডাটাবেইজ বিষয়ক কর্মশালা

প্রকাশ : 2024-09-08 18:13:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে ইজিপি ডাটাবেইজ বিষয়ক কর্মশালা

পঞ্চগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় টেন্ডার ডাটাবেইজ (ইজিপি) বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮সেপ্টেম্বর) পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা সূত্রে জানা যায়, ইজিপি টেন্ডারকে সম্পূন ইলেট্রোনিকস কন্টাক্ট মেনেজমেন্ট সিস্টেমে পরিচালনার লক্ষ্যে এলজিইডির আওতাভূক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানকে
নিয়ে আসার উদ্যোগ নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জানা যায়, হিসাব রক্ষন অফিসে সমন্বিত বাজেট ও হিসাব রক্ষণ পদ্ধতি (আইপাস) প্রাপ্তি হলেই বিল সরাসরি ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর নিজ একাউন্টে প্রদান করা হবে। 

এছাড়া টেন্ডারের (ইজিপি) প্রয়োজনীয় সকল কাগজপত্র (ডকুমেন্ট) স্বহস্তে প্রদান না করার পরিবর্তে অনলাইনে অর্ন্তভূক্ত থাকবে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনিয়া নওরিন নিবার্হী প্রকৌশলী এলজিইডি (কেনাকাটা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম আকতার নিবার্হী প্রকৌশলী দিনাজপুর অঞ্চল দিনাজপুর। আরো উপস্থিত ছিলেন মো. আব্দুল মতিন সিয়ির সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী মনোজ কুমার আচার্য্য প্রমূখ। এতে সভাপতিত্ব করেন মো. মাহমুদ জ্জামান নির্বাহী প্রকৌশলী এলজিইডি, পঞ্চগড়। 

এসময় ঠিকাদারগন ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

 

সান