পঞ্চগড়ে আবারো কনকনে শীত কাবু মানুষ
প্রকাশ : 2024-02-07 19:05:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
হিমেল হাওয়া ও আকাশে মেঘ নিয়ে দিনটি অতিবাহিত হয়েছে পঞ্চগড়ে বুধবার(৭ফেব্রয়ারি)। হঠাৎ করেই পাঁচি দিনের মাথায় আবারো যেনো শীত বাড়তে শুরু করেছে।
এদিকে তেতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ দপ্তর বুধবার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মাঝ খানে ৪ ও ৩ ফেব্রয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল একডিজিটে নামলেও এতোটা শীত অনুভ’ত হয়নি।
তবে ২ ফেব্রয়ারি সর্ব নিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও ৫ ফেব্রয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ৩ প্রেবয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি ও ৪ ফেব্রয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মঙ্গলবার(৬ ফেব্রয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সারা দিন আকাশে মেঘেরে আনাগোনা ছিল। অনেকের ধারণা চিল বৃষ্টি হতে পারে। কিন্তু হয়নি। মেঘেই ঢেকে ছিল আকাশ। কুয়াশা না থাকলে ও হাল্কা বাতাস অনুভূত হয়। এতে পূনরায় অনেকটাই শরীরে শীতের কম্পন দেখা দেয়।এলাকার মানুষ হঠাৎ করেই থেমে যায়। প্রায় পাচঁদিন অনেকটাই শীতের দাপট নি¤œগামী ছিল। হাট-বাজার সহ সব জায়গায় মানুষের চলাচল স্বাভাবিক ছিল। তাছাড়া আগ্রন তাপানোর অবস্থা না থাকলেও বুধবার অনেককে আবারো সেই খড়ঁকুটোতে আগুন জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়।
সদর উপজেলার গড়িনাবাড়ির ইউনিয়নের দরদরিয়া এলাকার কৃষক আব্দুল লতিফ বলেন‘ কদিন শীত তেমন ছিল না। দিনের বেলা কখনো সামান্য একটু গরম অনুভ’ত হয়েছে। কিন্তু আবার কনকনে শীত অনেকটাই শরীরে লাগছে।
তেতুঁলিয়া আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত রাসেল শাহ বলেন ‘ এদিকে বৃষ্টি হবেনা ‘ চিটাগাং সহ অন্য এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। এই বৃষ্টি হলে এমন অবস্থা কেটে যাবে আকাশে মেঘ ও বাতাসের কারণে বেশি ঠান্ডা লাগছে।
ই