পঞ্চগড়ে অপারেশ ডেভিল হান্ট দুদিনে গ্রেফতার -৭

প্রকাশ : 2025-02-19 17:49:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে অপারেশ ডেভিল হান্ট দুদিনে গ্রেফতার -৭

সারা দেশের মতো পঞ্চগড়ে অপারেশন হান্ট অভিযান অব্যাহত রয়েছে। গত দুই দিনে আরো আওয়ামীলীগের ৭ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে জেলায় মোট গ্রেফতার সংখ্যা ৩৬ জন বলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 জানা যায়, ১৮ ফেব্রয়ারী অপারেশন হান্ট অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত হলো; পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউপির ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দীন, বোদা উপজেলা কৃষকলীগের যুন্ম সম্পাদক আলফাজা উদ্দীন, দেবীগঞ্জ ডিগ্রি কলেঝ শাখা ছাত্র লীগের সাধারন সম্পাদক রিপন কুমার রায়  ও আটোয়ারী উপজেলার ছোটধাপের বাসিন্দা ঢাকা কলেজের সাবেক আহবায়ক নাজমুল হাসান।

এদিকে ১৭ ফেব্রয়ারী গ্রেফতার করা হয়েছে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউপির আওয়ামীলেিগর সাংগঠনিক সম্পাদক জুযেল মন্ডল ও একই উপজেলার দেবীডুবা ইউপির যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন (সুমন)ও আটোয়ারী উপজেলার রাধানগর ইউপির আওয়ামীলীগের সক্রিয় সদস্য একে এম আকতারুজ্জামান।এর আগে ১০ ফ্রেবয়ারী থেকে অপারেশন ডেবিল হান্ট অভিযানে আওয়ামীলীগের আরো  ২৯ জন গ্রেফতার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানান এই ডেভিল হান্ট অব্যাহত আছে থাকবে।