পঞ্চগড়ের ৭ হাজার শিশু কিশোর উপহার পাচ্ছে শীতের কাপড় স্কুল ব্যাগ 

প্রকাশ : 2024-12-19 23:24:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ের ৭ হাজার শিশু কিশোর উপহার পাচ্ছে শীতের কাপড় স্কুল ব্যাগ 

শীতে কাঁপছে উত্তরের হিমালয়ান সমতল অঞ্চলের জেলা পঞ্চগড়। অতি ঠান্ডার কারণে প্রতিবছর এই জেলার স্কুল পড়–য়া শিশু কিশোররা শীত জনিত নানা রোগে আক্রান্ত হয়। ঘণকুয়াশা পেরিয়ে যেতে হয় স্কুলে। এসব দিক বিবেচনা করে তেঁতুলিয়া শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর স্কুল পড়–য়া শিশু কিশোরদের হাতে তুলে দেয়া হয় শীতের কাপড় আর স্কুল ব্যাগ।

সংগঠনগটির উদ্যোগে এবছরও আয়োজন করা হয়েছে শীত আনন্দ উৎসব। পরীক্ষা শেষ। শিশু কিশোরদের সময় কাটছে এখন ঘুরে বেড়ানোর আনন্দে। বাড়িতে বাড়িতে চলছে পরিবার মিলে পিঠা পায়েসের উৎসব। উত্তরের জেলা পঞ্চগড়ের শিশু কিশোররা প্রচন্ড শীতের মধ্যেই মেতে আছে এসব আনন্দ উৎসবে। ঠিক এসময় নতুন শীতের কাপড় আর নতুন স্কুল ব্যাগ পেয়ে পারিবারিক আনন্দের সাথে যোগ করেছে নতুন মাত্রা।

তেঁতুলিয়ার বেসরকারি সংস্থা শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতের কাপড় আর স্কুল ব্যাগ উপহার পাচ্ছে তারা। জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা ও উদ্যোগে গড়ে ওঠা এই  সংগঠন জানিয়েছে শীত আনন্দ উৎসবের মাধ্যমে প্রতিবছরের মতো এবছরেও পঞ্চগড় জেলার ৭ হাজার শিশু কিশোরকে শীতের কাপড়, স্কুল ব্যাগ উপহার দেয়া হচ্ছে। এভারেস্ট ফার্মাসিুটিক্যালসের সহযোগিতায় জেলার ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাচ্ছে এসব উপহার। ইতোমধ্যে প্রায় তিন হাজার শিশু কিশোরের হাতে উপহার তুলে দেয়া হয়েছে।

তৃতীয় পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় চিনিকল উচ্চবিদ্যালয় মাঠে শীত আনন্দ উৎসবের আয়োজনের মাধ্যমে প্রায় ১ হাজার তিনশ শিক্ষার্থীর হাতে এসব উপহার তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে বাকিদের হাতে তুলে দেয়া হবে শীতের উপহার।

অবসরপ্রাপ্ত শিক্ষক মজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শীত উৎসবের আলোচনায় এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের পরিচালক অঞ্জন মল্লিক, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ প্রমুখ। 

প্রায় ১৬ বছর ধরে পঞ্চগড় জেলার শিশু কিশোরদের উন্নয়নে কাজ করছে শিশু স্বর্গ ফাউন্ডেশন। শিক্ষাবৃত্তি প্রদান এবং স্কুল প্রতিষ্ঠা সহ এর মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সংগঠনটি।