পঞ্চগড়ে দুর্ঘটনা এবং রোড সেপটি বিষয়ক অনুষ্ঠান
প্রকাশ : 2025-08-04 18:36:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের বোদায় হাইওয়ে পুলিশ আয়োজিত "দুর্ঘটনা এবং রোড সেপটি" সংক্রান্ত সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৪ আগস্ট) ময়দানদীঘি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠানটির আয়েজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন আয়োজিত পুলিশ সুপার তারিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্য "মহাসড়কে কিভাবে চলাচল এবং মোটরসাইকেল বাইসাইকেল চালাতে হবে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।''
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ওসমান গনি। এতে সভাপতিত্ব করেন গোলাম রসুল, প্রধান শিক্ষক ময়দানদীঘি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন মুহাম্মদ ওসমান গনি অফিসার ইনচার্জ (ওসি) বোদা হাইওয়ে থানা।