পঞ্চগড়ে ঘন কুয়াশার সাথে প্রচন্ড শীত

প্রকাশ : 2024-12-31 18:14:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে ঘন কুয়াশার সাথে প্রচন্ড শীত

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের চারদিক বেড়েছে শীতের তীব্রতা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

শীত ও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এ ছাড়া পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার উপজেলার হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। কুয়াশা ও শীতের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলোও বিপাকে পড়েছেন। তারা সময়মতো কাজে যেতে পারছেন না।

 তেতুলিয়ার বুড়াবুড়ি এলাকার মসলিম নামে এক মোটরসাইকেলচালক বলেন, কয়েকদিনের তুলনায় আজ খুব কুয়াশা পড়েছে তাই শীত অনেকটা বেশী। নয়টার সময় মোটরসাইকেল নিয়ে বের হয়েছি তারপরেও হেটলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসা জগদল এলাকা থেকে আসা আয়েশা  বলেন, আমার শিশুর গত কয়েকদিন ধরে জ্বর, পাতলা পায়খানা ও বমি। বাইরে চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় বাবুকে হাসপাতালে ভর্তি করেছি।

এদিকে তেতুলিয়া উপজেলার পাথর শ্রমিকদের মঙ্গলবার তাদের নিত্যদিনের মত নুড়িপাথর তুলতে দলবেঁধে মহানন্দায় দেখা গেছপ।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, আজ সকাল ৯টায় তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।