পঞ্চগড়ে ও অনাগ্রসর জনগোষ্ঠীকে নিয়ে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশ : 2025-09-10 11:53:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে ও অনাগ্রসর জনগোষ্ঠীকে নিয়ে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

পঞ্চগড়ে অনাগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা সমাজ সেবা কার্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা গেছে এবারে অনগ্রসর জনগোষ্ঠীর ২১ জন তরুণ ও শিক্ষার্থীরা কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়। এসময় সহকারী পরিচালক গোলাম ফারুক, প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক এসময় বলেন অনগ্রসর জনগোষ্ঠীর অনেক শিক্ষার্থী এখন ভালো রেজাল্ট করছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সাফল্যের সাথে কর্ম সম্পাদন করছে। তাই যারা এই প্রশিক্ষণ নেবেন আপনারা এখান থেকেই শুরু করুন।আশা করি আপনারা ভালো কিছু করবেন।