পঞ্চগড়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপপরিচালক ওয়াহিদুজ্জামান বদলি
প্রকাশ : 2025-12-20 16:57:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আল্লাহ রাসুলের সাথে সাক্ষাত নিয়ে প্রচার হওয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ার ঘটনায় বির্তকিত পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক উপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত একে এম ওয়াহিদুজ্জমান কে অবশেষে কর্র্তৃপক্ষ বদলীর আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।
তিনি পঞ্চগড় জেলা বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে উপরিচালক না থাকায় তিনি সে পদে অতিরিক্ত দায়িত্ব পাল করে আসছিলেন। ইতিপূর্বে তার সাথে আল্লাহ রাসুলের সাক্ষাত হয়েছে এমন ভিডিও সাক্ষাতকার সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা গনমাধ্যমে প্রকাশিত হয়।বিষয়টি স্থানীয় মানুষের মাঝে সমালোচনার জন্ম দেয়।
এদিকে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান তার ফেসবুক আইডিতে লিখেছেন ‘‘ পঞ্চগড়ের বোদা উপজেলার মহিগলা বিষয়ক কর্মকর্তা জনাব একে এম ওয়াহিদুজ্জামান, যিনি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন, তাকে বদলী করা হয়েছে। তাকে আগামীকালই অবমুক্ত পঞ্চগড় থেকে করা হবে। পঞ্চগড়বাসীকে এ বিষয়ে ধৈর্য্য ধারণের অনুরোধ করছি।আপনাদের সব ধরণের প্রত্যাশা পূরণে প্রশাসন উদ্যোগ নেবে’’।
জানা যায়, একে এম ওয়াহিদুজ্জামান মহিলা বিষয়ক অধিদপ্তরে দায়িত্ব পালনকালে নৈতিক বিবর্জিত কর্মকান্ড তাকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করে তোলে।এদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে মবিঅ-১ শাখা বাংলাদেশ সচিবালয় হতে ২৭ নভেম্বর ইস্যুকৃত প্রজ্ঞাপনে একটি বদলী আদেশ জারী করা হয়।সেই প্রজ্ঞাপনে একেএম ওয়াহিদুজ্জামানকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শীবগঞ্জ, চাপাইনবাগঞ্জে বদলীর আদেশ দেওয়া হয়।#