নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার পেলো আতিকুর রহমান শিহান

প্রকাশ : 2024-04-01 11:34:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার পেলো আতিকুর রহমান শিহান

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র -"যুদ্ধজয়ের কিশোর নায়ক" এর জয়। ২য় বারের মতো আন্তর্জাতিক পুরস্কার অর্জন করলো সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “যুদ্ধজয়ের কিশোর নায়ক”।

৫ম নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার পেলো পাশা মোস্তফা কামালের কাহিনি অবলম্বনে শায়লা রহমান তিথির পরিচালনায় ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র- শিশু শিল্পী আতিকুর রহমান শিহান। বাংলাদেশ থেকে মাত্র দুটো ছবি - গল্পকার ও চলচ্চিত্র নির্মাতা শায়লা রহমান তিথির “যুদ্ধজয়ের কিশোর নায়ক” এবং লেখক ও  চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমানের “প্রিয় সত্যজিৎ” বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম এর পুরস্কার অর্জন করে। 

যুদ্ধজয়ের কিশোর নায়ক টিমের কেউ এ ফেস্টিভ্যালে উপস্থিত থাকতে না পারার কারণে পুরস্কারটি গ্রহণ করে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং লেখক প্রসূন রহমান। 

 

সান