নির্বাচনের আগে সবাই গরিবে বন্ধু হয়েছে কিন্তু ক্ষমতায় গিয়ে  কেউ কথা রাখেনি: নুরুল হক

প্রকাশ : 2025-01-09 12:00:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নির্বাচনের আগে সবাই গরিবে বন্ধু হয়েছে কিন্তু ক্ষমতায় গিয়ে  কেউ কথা রাখেনি: নুরুল হক

গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক বলেছেন, গত ৫ দশকে এই ৫০ ভছরে নির্বাচনের আগে সবাই গরিবে বন্ধু হয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে  কেউ কথা রাখেনি । আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট-দুর্নীতি নিয়ে কথা বলছি। একটা জবাদিহিতা মূলক জনবান্ধব প্রশাসনিক ব্যাবস্থা গড়ে তুলতে হবে।  রাস্ট্র সংস্কারের মাধ্যমেই নাগরিকেদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। এরই অংশ হিসেবে আজকে এ সরকার তিন মাসের জন্য নির্বাচন পরিচালনার সরকার নয় । এ সরকার দেশকে বর্তমান অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এনে দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

গতকাল বুধবার বিকাল সারে ৪টায় মুন্সীগঞ্জ সিরাজদিখান জেলা পরিষদ হলরুমে শীতবত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। নুরুল হক বলেন,  যদি লুটপাট কারিরা ক্ষমতায় আসে এমপি-মন্ত্রি হয় ,উপজেলা চেয়ারম্যান  ইউপি চেয়ার¤্রান হয় তাহলে কিন্তু এই পরিস্থিতির আর বদল হবে না। সে যায়গা ছেড়ে আমাদের আহব্বান থাকবে আমরা একটি গনতান্ত্রি সহনশীল বাংলাদেশ বিনির্মানের । এখন সময় এসছে সঠিক প্রার্থিকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করুণ জাতীয় নির্বাচনে স্থানীয় নির্বাচনে। 

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে ও গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেনর সঞ্চালনায় অনুষ্ঠাটানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক। এ সময়ে বক্ত্য রাখেন মাহফুজুর রহমান,শহিদুল ইসলাম সহিদ,তোফাজ্জল হোসাইন,মোঃ শহিদুল ইসলাম সৌরভ,আব্দুল হামিদসহ ছাত্র,যুব,শ্রমিক ও গণঅধিকার পরিষদ জেলা-উপজেলা নেতৃবৃন্ধ।