নিজ দেশে প্রবাসীদের হয়রানি বন্ধে এবং প্রবাসী নিরাপত্তা আইন পাশের দাবিতে ইতালি ভেনিসে আহবায়ক কমিটি গঠন

প্রকাশ : 2023-03-21 11:37:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নিজ দেশে প্রবাসীদের হয়রানি বন্ধে এবং প্রবাসী নিরাপত্তা আইন পাশের দাবিতে ইতালি ভেনিসে আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশে যাওয়ার পর  প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এবং প্রবাসী নিরাপত্তা আইন পাশের দাবিতে ভেনিসের বাংলাদেশী কমিউনিটির ব্যানারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

গতকাল রবিবার সন্ধ্যায় মেসত্রের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন,  মোহাম্মদ আলম। আকবর হোসেন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির  প্রধান উপদেষ্টা পলাশ রহমান।

সে সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন , ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি কাশেম শিকদার, সাংবাদিক জুম্মন অনিক, আইনুদ্দিন মিয়া, বাচ্চু হাওলাদার, প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে  পলাশ রহমান বলেন, ঢাকার এয়ারপোর্ট থেকে শুরু করে দেশের প্রতিটি পদে প্রবাসীরা হয়রানির মুখোমুখি হন। প্রবাসীদের পরিবারগুলোও সুরক্ষা পায় না। তাদেরও নানা ভাবে হয়রানির মধ্যে ফেলা হয়।

তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন। দেশের বর্তমান রিজার্ভ সংকটের মধ্যে তারা আপ্রাণ চেষ্টা করছেন সংকট মোকাবিলা করতে। প্রবাসের খরচ কমিয়ে তারা দেশে বেশি অর্থ পাঠাচ্ছেন। বিদেশি রিজার্ভ সংকট দুর করতে লড়াই করছেন। অথচ প্রবাসীরা দেশে যোগ্য সম্মান পান না। তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। পদে পদে চাদাবাজির শিকার হতে হয়। এসব থেকে মুক্তির জন্য সরকারকে আন্তরিক হতে হবে। প্রবাসী এবং তাদের পরিবারের নিরাপত্তা দিতে সংসদে বিশেষ আইন পাশ করতে হবে।

বক্তারা দেশে গিয়ে হয়রানি হওয়ার ঘটনা বর্ণনা করে বলেন, প্রবাসীদের সম্পদ দখল করার জন্য মিথ্যা মামলা দেয়া হয়। পুলিশ সঠিক তদন্ত না করে অভিযোগপত্র দেয়। আদালত বিনা তদন্তে প্রেফতারি পরোয়ানা দেয়। যা শুধু প্রবাসীদের প্রতি 'অকৃতজ্ঞতা' প্রকাশই নয়, সাধারণ মানবাধিকারও লঙ্ঘন। মানবিক শিষ্টাচার বিরোধী।

তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবিক উন্নয়নও প্রয়োজন। হয়রানি থেকে পরিত্রাণ পেতে প্রবাসীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে, আন্তরিক হলে প্রবাসী ও তাদের পরিবার নিরাপত্তা পাবে। যোগ্য সম্মান পাবে। আলোচনা  সভা  শেষে, মোহাম্মদ আলম কে আহবায়ক এবং আকবর হোসেন বেপারীকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি আহবায়ক কমিটি ঘোষনা করেন  আলোচনা সভার প্রধান অতিথি সাংবাদিক,  কলামিস্ট  পলাশ রহমান।
বাংলাদেশে প্রবাসী ও তাদের পরিবার হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষনা করা হয় সে সময়ে।  আংশিক  আহবায়ক কমিটির নেতৃবৃন্দ জানান,  দ্রুত সময়ের মধ্যে তাদের দাবী আদায়ের লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।